আসসালামু আলাইকুম । টেকটিউনের সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা । টেকটিউন্সে এটা আমার দ্বিতীয় টিউন । কোন ধরনের ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন । যাই হোক আর কথা না বাড়িয়ে টিউনে চলে যাই । আপনারা যারা Android ব্যবহারকারী আছেন তারা অনেকেই 360 Total Security এর সাথে পরিচিত । Android এর জন্য এটি একটি চরম এন্টিভাইরাস, ক্লিনিং এবং অপ্টিমাইজেশন অ্যাপ । কিন্তু সম্প্রতি Android এর এই জনপ্রিয় অ্যাপ তাদের Windows সংস্করণ প্রকাশ করেছে । যদিও এটাকে সম্প্রতি বলা ভুল হবে কারণ এটা তাদের 6.0 ভার্শন । কিন্তু আগের ভার্শনে কিছু সমস্যা হওয়ায় সেগুলা তেমনভাবে আলোচনায় আসে নি । কিন্তু বর্তমান ভার্শনে এটিকে একদম নতুনভাবে সাজানো হয়েছে । এর অসাধারণ ফিচারস এবং ইউজার ইন্টারফেইস আপনাকে মুগ্ধ করবেই ।
আসুন একনজরে দেখে নিই এর ফিচার সমুহঃ
সম্পুর্ন চেক ফিচারঃ

Full Check Feature
ভাইরাস স্ক্যান ইঞ্জিনঃ

Virus Scan engines
স্পিডআপঃ
এন্টিভাইরাস ছাড়াও 360 Total Security - এর রয়েছে Inbuilt স্পিডআপ ইন্টারফেস । যার সাহায্যে আপনি সহজেই আপনার পিসির Start up Items, Application services, Network speed কে অপ্টিমাইজ করে নিতে পারবেন মাত্র কয়েক ক্লিকে ।
ক্লিনআপঃ

Clean up
অন্যান্য ফিচারঃ
এর টুলস ফিচারটা অনেকটা Firefox/Chrome এর অ্যাড-অন ফিচারের মত । বিভিন্ন টুলস ব্যবহার করে প্রোগ্রামটিকে করতে পারবেন আরো উপযোগী । এছাড়া আপনি চাইলে Performance/Balanced/Security and Custom এই চারটি প্রটেকশন মুড রয়েছে ।
360 Total Security আজীবন ফ্রি প্রোগ্রাম । তাই কোন ক্রা*ক/প্যাচ এর দরকার নেই । ডাউনলোড করে নিন তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে । সাইজ মাত্র 32 MB ।
Download from official site
আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন । পোষ্টটি সর্বপ্রথম টেকটিউন্সেই প্রকাশিত হয়েছে । সময় পেলে আমাদের সার্চ ইঞ্জিন - আমাদেরনেট ভিজিট করে আসতে পারেন । ধন্যবাদ ।

0 Response to "ডাউনলোড করে নিন 360 Total Security আপনার পিসির জন্য"