Blu-ray ডিস্ক এর মাধ্যমে অধিক কার্যক্ষম সৌর প্যানেল

Ar sagor শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫ 0 comments
Blu-ray ডিস্ক এর মাধ্যমে অধিক কার্যক্ষম সৌর প্যানেল
Northwestern University এর একদল গবেষক Blu-ray ডিস্ক ব্যবহার করে নতুন ধরনের সৌর প্যানেল তৈরি করেছেন যা সাধারন সৌর প্যানেল থেকে ১২% বেশি কার্যক্ষম

সৌর প্যানেল এর কার্যক্ষমতা মুলত নির্ভর করে আলোর ফোটন কনা ধরে রাখার ক্ষমতার উপর যে যত বেশি ফোটন কনাকে শোষণ করতে পারে তার কার্যক্ষমতা তত বেশি । Quasi-random nano structures এই ফোটন ধরে রাখার ক্ষমতা বারাতে পারে । কিন্তু এই কাঠামো তৈরি বেশ ব্যয়বহুল । গবেষকগন পরীক্ষা করে দেখেন যে Blu-ray ডিস্ক এর মাধ্যমে এই কাঠামোকে কম খরচে সৌর প্যানেল এর মধ্যে স্থাপিত করা যায় ।কিন্তু খালি ডিস্কের ভিতরের বিন্যাস ফোটন ধরে রাখার জন্য ততটা শক্তিশালী নয় । অপরদিকে ডাটা পূর্ণ ডিস্ক এর মধ্যকার বাইনারি ডাটার বিন্যাস আলোর ফোটন কনা ধরে রাখার জন্য বিশেষ উপযোগী । সার্বিকভাবে ব্লুরে ডিস্ক এর প্যানেল নরমাল প্যানেল থেকে ২১.৮ % বেশি আলো শোষণ করতে পারে । গবেষকগন আশা করছেন এর মাদ্ধমে Green Energy কে এক ধাপ এগিয়ে নেয়া যাবে
Nature CommunicationsIEEE Spectrum
Google+ Pinterest

0 Response to "Blu-ray ডিস্ক এর মাধ্যমে অধিক কার্যক্ষম সৌর প্যানেল"

  • Commented politely and wisely in accordance with the content.
  • Comments are not needed by other readers [spam] will be removed immediately.
  • If the article entitled "Blu-ray ডিস্ক এর মাধ্যমে অধিক কার্যক্ষম সৌর প্যানেল" is useful, share to social networks.
Code Conversion