নিয়ে নিন উইন্ডোজ ফোন এর জন্য অনেক কিছু, আর সাথে থাকছে কিছু টিপস!

Ar sagor শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫ 0 comments
আজ আর জিজ্ঞাস করবনা যে আপনারা কেমন আছেন। জানি ভালো আছেন। আবার আপনাদের জন্য নিয়ে আসলাম উইন্ডোজ ফোন এর অনেক কিছু। আর একটাও বারতি কথা বলব না, সোজা কাজে চলে যাব!! ত চলুন শুরু করা যাক......

ইন্টারনেট ব্রাউজার;

আজ শুরুতেই আলোচনা করব উইন্ডোজ ফোন এর জন্য কিছু ব্রাউজার নিয়ে। উইন্ডোজ ফোন এ ডিফল্ট ভাবে থাকে Internet Explorer নামক এই ব্রাউজার টি। ব্রাউজার টি তুলনা মুলক ভাবে অনেক ফাস্ট !! আন্ড্রইড ডিফল্ট ব্রাউজার থেকে অনেক ভালো এই Internet Explorer। এই ব্রাউজার টির মাধ্যমে মোবাইল এবং ডেক্সটপ দুই ভার্সন এর ই ওয়েবপেজ খোলা যায়। এই বার কথা বলি ডাউনলোড নিয়ে। ব্রাউজিং এর দিক থেকে Internet Explorer অনেক ভালো হলেও ডাউনলোড এর দিক দিয়ে এই ব্রাউজার টি খুব একটা উন্নত না! ডাউনলোড করে অনেক স্লো, এবং Resume,Pause এই সুবিধা গুলো নেই এই ব্রাউজার টি তে। আর ঠিক এই কারন টির জন্য পাশাপাশি অন্য ব্রাউজার ব্যবহার করার দরকার পরে। উইন্ডোজ ফোন এর স্টোর এ GOOGLE CHROME বা Mozilla FireFox ব্রাউজার টি পাওয়া যাই না। কিন্তু এই দুইটি ব্রাউজার বাদে প্রায় সকল ব্রাউজার এ পাওয়া যায়। যেমন ; অপেরা মিনি, ইউসি ব্রাউজার ইত্যাদি। যারা অনেক কম ডাটা খরচ করেন আমি তাদের অপেরা মিনি ব্যবহার করতে বলব। কারন কম ডাটা খরচে অপেরা মিনি দিয়ে অনেক ব্রাউস করা যায়। আর তুমুল গতি তে ডাউনলোড এবং ব্রাউস করার জন্য ত ইউসি ব্রাউজার আছেই! উইন্ডোজ ফোন এর জন্য আর একটি জন প্রিয় ব্রাউজার হল Surfy । তাছাড়াও আর অনেক ব্রাউজার আছে যা আপনার চাহিদা পুরনে সক্ষম! এবং আপনি চাইলে ডাউনলোড ম্যানেজার দিয়েও ফাইল ডাউনলোড করতে পারেন। ত এখুনি নিয়ে নিন কিছু ব্রাউজার আর ডাউনলোড ম্যানেজার......
# Download Opera Mini For WP
# Download UC Browser For WP
# Download Surfy Browser For WP
# Download Explora Browser For WP
# Internet Download Manager For WP

মিউজিক আপস;

হাঁ এই বার ফিরে আসি মিউজিক আপস এর দিকে। উইন্ডোজ ফোন এর ডিফল্ট মিউজিক প্লেয়ার টি কিন্তু চরম!! ডিফল্ট মিউজিক অ্যাপ টি দিয়ে সহজেই উপভোগ করতে পারবেন আপনার পছন্দের মিউজিক। আর মিউজিক আপ্পস খুঁজছেন? হম কোন চিন্তা নাই। আপনার জন্য আছে অনেক সুন্দর সুন্দর মিউজিক প্লেয়ার। শুধু মিউজিক প্লেয়ার ই না, আছে অনেক মিউজিক ইন্সট্রুমেন্ট আপনার পছন্দের উইন্ডোজ ফোনটির জন্য। মিউজিক প্লেয়ার গুলো দিয়ে আপনি গান এর ট্যাগ পরতে পারবেন, বড় আকারে দেখতে পারবেন অ্যালবাম আর্ট টি কে, তাছাড়া Lyrics পরার সুবিধা ত থাকছেই!! Music Instrumental আপ্পস গুলো দিয়ে মনের সুখে বাজাতে পারবেন পিয়ানো, গিটার, ড্রাম!!! অনেক মজার না? ত এখনি ডাউনলোড করে ফেলুন, আর মজা নিন...
# Download Music Player
# Download Cool Music Player
# Download MusiX match Lyrics Player
# Download Music Player+
# Download xMusic Player
# Download Music Player For WP
# Download Piano For WP
# Download Guitar For WP
# Download Drumkit For WP

উইন্ডোজ ফোন এ ভিপিএন সচল করা;

VPN অনেক কাজ এই লাগে। মুলত ব্যবহার করা হয় ব্লক সাইট বা আপ্পস গুলো কে আনব্লক করতে। Android ফোন গুলো তে মাত্র এক ক্লিক এ ভিপিএন ব্যবহার করা যায়। উইন্ডোজ ফোন স্টোরে অনেক ভিপিএন আপ্পস পাওয়া যায় কিন্তু এই আপস গুলো তে শুধু মাত্র প্রয়োজনীয় ইনফর্মেশন থাকে। আপনাকে ভিপিএন ব্যবহার করতে হইলে টা মেনুয়ালি করে নিতে হবে। VPNGate নামক আপ্পস টি বেস্ট আমার মতে উইন্ডোজ ফোন এর জন্য। এটি সম্পূর্ণ ফ্রী তে উপভোগ করা যায়। তাছাড়া এটি ইন্টারনেট গতি কেও কমিয়ে দেয় না।
ত চলুন দেখে নেয় যে ভিপিএন কিভাবে ব্যবহার করবেন আপনার সাধের উইন্ডোজ ফোন টি তে।
প্রথমে #VPNGate আপ্পস টি ডাউনলোড করে ইন্সটল করে নিন । এইবার অ্যাপ টি ওপেন করুন।


আপ্পস টি ওপেন করলে আপনি কয়েকটি Country Flag With IP দেখতে পারবেন। এইবার যে দেশ এর আইপি ব্যবহার করতে চান তা সিঙ্গেল টাপ করে কপি করে নিন।
এই বার আপনার ফোন এর ভিপিএন সেটিং নিচের মত করে করে নিন। Goto Your Phone Settings > VPN > (+) add
এইবার Server Name or Ip Address এ কপি করা আইপি টি পেস্ট করে দিন।
Type সিলেক্ট করুন  L2TP with IPSec।
Connect Using হিসাবে সিলেক্ট করুন User name+ password + preshared key
এইবার ফাকা ঘর গুলো এই তথ্য গুলো দ্বারা পুরন করুন।
User Name; vpn
Password; vpn
preshared key; vpn
ব্যাস কাজ শেষ । এইবার সেভ করে কানেক্ট করুন। আর আরাম সে ভিপিএন ব্যবহার করুন।

পরিশেষে আমার কিছু কথা আর একটা টিপস;

আমি উইন্ডোজ ফোন এর জন্য যে আপ্পস গুলো শেয়ার করে থাকি মুলত তা উইন্ডোজ স্টোর এর লিঙ্ক ব্যবহার করি। এখানে কিছু কথা; অনেকেই বলে যে ভাই ডিরেক্ট ফাইল ডাউনলোড লিঙ্ক দেন।
আসলে উইন্ডোজ স্টোর থেকে সরাসরি ডিরেক্ট আপ্পস ফাইল ডাউনলোড করা যায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ফাইল ডাউনলোড করতে যেমন তৃতীয় পক্ষ ওয়েব সাইট বা আপ্পস ব্যবহার করতে হয় তেমন টা উইন্ডোজ স্টোর এর ক্ষেত্রে লাগে না। আপনি যদি এই লিঙ্ক গুলো উইন্ডোজ ফোন থেকে খোলেন তাহলে আপনি স্বয়ংক্রিয় ভাবে স্টোরে চলে যাবেন। আর যদি পিসি দিয়ে খোলেন তাহলে উইন্ডোজ ফোন অ্যাপ স্টোর ওয়েব সাইট এ চলে যাবেন। এই বার নিচের দিকে ওয়েব পেজ টি কে স্ক্রোল করুন এবং ক্লিক করুন Download and install manually এই অপশন টি তে । ব্যাস আপনার আপস ফাইল টি .XAP ফরম্যাট এ ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই বার ডাটা কেব্‌ল দিয়ে আপনার পিসি থেকে ফাইল টি কে ফোন এর এসডি কার্ড এ পাঠিয়ে দিন।
তারপর ফোন এর অ্যাপ লিস্ট থেকে স্টোরে  প্রবেশ করুন।  তার পর মোর এ টাপ করুন। Install local apps নামক একটি অপশন দেখতে পাবেন। এইবার সেখানে টাপ করলে আপনার SD Card এর অ্যাপ গুলো দেখতে পাবেন। এইবার ইচ্ছা মত ইন্সটল দিন।

ত বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনারা সকলেই খুব ভালো থাকুন। আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। পরবর্তী তে আরো টিউন করব উইন্ডোজ ফোন নিয়ে আসা করি।
Google+ Pinterest

0 Response to "নিয়ে নিন উইন্ডোজ ফোন এর জন্য অনেক কিছু, আর সাথে থাকছে কিছু টিপস!"

  • Commented politely and wisely in accordance with the content.
  • Comments are not needed by other readers [spam] will be removed immediately.
  • If the article entitled "নিয়ে নিন উইন্ডোজ ফোন এর জন্য অনেক কিছু, আর সাথে থাকছে কিছু টিপস!" is useful, share to social networks.
Code Conversion